অপরাধ

গ্যাসবেলুন বিস্ফোরণ মানিক মিয়া অ্যাভিনিউয়ে : ১০ জন দগ্ধ

 

মেডিকেল রিপোর্টার : রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়েছে। দগ্ধ অন্তত ১০ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।আজ মঙ্গলবার বিকেলের দিকে বেলুন উড়ানোর সময় সেটা থেকে বিস্ফোরণ হয়। পরে তাদেরকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘আজ বিকেলের দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে বেলুন বিস্ফোরণের ঘটনা হয়। এ ঘটনায় মোট ১০ জন দগ্ধ হয়ে আমাদের জরুরি বিভাগে এসেছে। তবে তাদের দগ্ধের পরিমাণ কম থাকায় আমরা তাদের সকলকেই জরুরি বিভাগের চিকিৎসা শেষে ছুটি দিয়েছি।’

এ ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছে- মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাদ(২০) মো. মনসুর ইসলাম (৩৮), মামা শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩) এবং মিনহাজ(১৭)।

সংশ্লিষ্ট খবর

Back to top button