সাত ফেসবুক ইমো টেলিগ্রাম রিয়েল সার্ভিস প্রতারক ধরল ডিবি

রিয়েল সার্ভিস এবং চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে হানি ট্র্যাপে ফেলে অর্থ হাতিয়ে আসছিল একশ্রেনীর সংঘবদ্ধ নারী প্রতারকচক্র। এই চক্রটি নারী লেলিয়ে দিয়ে পুরুষদের নিজেদের আস্তানায় নিয়ে সর্বস্ব লুটসহ অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল।
স্টাফ রিপোর্টার : ফেসবুক, ইমো ও টেলিগ্রামে রিয়েল সার্ভিস এবং চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে হানি ট্র্যাপে ফেলে অর্থ হাতিয়ে আসছিল একশ্রেনীর সংঘবদ্ধ নারী প্রতারকচক্র। এই চক্রটি নারী লেলিয়ে দিয়ে পুরুষদের নিজেদের আস্তানায় নিয়ে সর্বস্ব লুটসহ অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। অনেক ভুক্তভোগী সামাজিক লজ্জার ভয়ে পুলিশের কাছে অভিযোগ না করায় চক্রটি অব্যাহতভাবে প্রতারণা চালিয়ে যাচ্ছিল। এই চক্রের সাত জনকে করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ রাজধানীতে হানি ট্র্যাপ ও চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে । বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর শেওড়াপাড়া ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. বিপ্লব খান (৩৩), ফারিন তানহা তোফা (২৯), সম্পা আক্তার (২৪), শাহ মোহাম্মদ জোবায়ের অভিক (২৩), মো. আল-মাসুদ (৩২), মোছা. মনিকা আক্তার (১৮) ও মো. আবু সুফিয়ান (২৭)।ডিবি সূত্র জানায়, শরিয়তপুরের গাড়িচালক মো. রহমান এবং কক্সবাজারে কর্মরত দোভাষী মো. মনির উদ্দিন চিকিৎসার জন্য রাজধানীর নুরজাহান রোডের একটি থেরাপি সেন্টারে অবস্থানকালে একে অপরের সঙ্গে পরিচিত হন। পরে মনির উদ্দিন রহমানকে ফেসবুকে পাওয়া একটি চাকরির বিজ্ঞাপনের সূত্র ধরে যোগাযোগ করতে বলেন।
গত ১৯ আগস্ট সন্ধ্যায় তারা মিরপুরের বারেক মোল্লার এলাকায় গেলে প্রতারক চক্র তাদের একটি অফিসে নেয়ার কথা বলে শেওড়াপাড়ার একটি ভবনের ষষ্ঠ তলায় নিয়ে যায়। সেখানে ১৫–১৬ জন পুরুষ-নারী মিলে তাদের আটক করে মারধর করে এবং তিনজন নারীকে পাশে বসিয়ে ভিডিও ধারণ করে। এরপর নগদ টাকা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা এবং দুটি মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় তাদের হুমকি দেয়া হয় যে, ঘটনাটি প্রকাশ করলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হবে।
পরে বিষয়টি ডিবির নজরে আসলে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভিকটিম মনির উদ্দিনের রেডমি-সি-৩ মোবাইল উদ্ধারসহ আসামিদের ব্যবহৃত তিনটি মোবাইল জব্দ করা হয়।