অপরাধ

কালো টাকা নাসিকে

 


নাসিক ভোটে এবার কথা উঠেছে কালোটাকা’য় ভোট নিয়ে। আইভী এবং তৈমুর দুজনই কালোটাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। নাসিকে কে কালোটাকা ছড়াচ্ছে তার বা তাদের নাম কেই বলেননি। তবে উত্তাপ ছড়ানো হয়েছে। আইভী তৈমুর যেন সেয়ানে সেয়ানে লড়াই হবে এবার। নারায়ণগঞ্জ সিটি কর্পোারেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের দিক থেকে কালো টাকা ছড়ানোর অভিযোগ আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর প্রতি৷ একই অভিযোগ তৈমুরের দিকে আইভীর পক্ষ থেকে৷ অন্যদিকে অভিযানের নামে তৈমুর সমর্থক নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করা হয়েছে৷

তবে আইভীর পক্ষ থেকে বলা হচ্ছে, পুলিশ বিভিন্ন মামলার আসামি, সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেপ্তার করছে৷ দুই পক্ষই নির্বাচনের দিন সহিংসতারও আশঙ্কা করছে৷শুক্রবার ছিলো নির্বাচনি প্রচারের শেষ দিন৷ প্রার্থীরা সারা দিনই মাঠে ছিলেন৷ ভোট চেয়েছেন৷ কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷ যে যার মতো প্রচার চালিয়েছেন৷ নির্বাচন কমিশন বলছে, এপর্যন্ত প্রচার প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘনের বড় কোনো অভিযোগ তারা পাননি৷ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেজন্য তারা সব প্রস্তুতি নিয়েছেন৷

তৈমুর আলম খন্দকারের নির্বাচন সমন্বয়কারী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবিএম কামাল হোসেন শুক্রবার অভিযোগ করেন, পুলিশ নানা অভিযানের নামে গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে৷ থানা পর্যায়ের কয়েকজন নির্বাচন সমন্বয়কারীকে আটক করা হয়েছে৷ ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের আটক করা হচ্ছে৷ এতে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে৷ তারা আমাদের চাপে রাখতে চাইছে৷ আর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জে গিয়ে নির্বাচনের পরিবেশ খারাপ করেছেন৷ তাদের নানা বিতর্কিত কথায় ভোটাররা ভয়ের মধ্যে আছেন৷ মাঠে নামতে দেয়া হবে না, ঘুঘু দেখেছেন ফাঁদ দেখেননি – এই ধরনের কথা খারাপ পরিস্থিতির সৃষ্টি করেছে৷ তারা বৃহস্পতিবার রাতেও ডিসি এবং রিটানিং অফিসারের সঙ্গে বৈঠক করেছেন৷

তিনি অভিযোগ করেন, সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সিটি কর্পোরেশনের ঠিকাদার সিন্ডিকেট শুরু থেকেই মাঠে নেমে কালো টাকা ছাড়াচ্ছে৷ তাদের কোটি কোটি টাকা আছে৷ তারা চাইছে এই কালো টাকা দিয়ে ভোটের ফল নিজেদের পক্ষে নিতে৷এই নির্বাচনে আলোচিত, সমালোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমান প্রসঙ্গে কামাল হোসেন বলেন, তার লোকজন তো এখন আইভীর জন্য ভোট চাইছে৷ কিন্তু তারা যদি শেষ পর্যন্ত আমাদের হাতি প্রতীকে ভোট দেয় আমরা কি আপত্তি করব? তিনি নির্বাচনের দিন সহিংসতার আশঙ্কাও করেন৷

এর জবাবে সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন সমন্বয়কারী এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, তৈমুর আলম খন্দকারের লোকজন বরং কালো টাকার খেলা শুরু করেছে৷ তার পক্ষের গডফাদার ও তার লোকজন আজ (শুক্রবার) রাতে কালো টাকা নিয়ে মাঠে নামবেন৷ তারা টাকা দিয়ে আইভীর ভোট ব্যাংক দখল করতে চাইছে৷ তারা অতীতে অনেকে কালো টাকার মালিক হয়েছেন৷ আমাদের প্রার্থী কোনো চাঁদাবাজি বা টেন্ডারবাজি করেননি৷ তার কালো টাকা আসবে কোথা থেকে? তৈমুরের লোকজনকে গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, তাদের কাউকে পুলিশ গ্রেপ্তার করছে না৷ যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা বিভিন্ন মামলার আসামি, সন্ত্রাসি, চাঁদাবাজ৷ সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই তাদের আটক করা হচ্ছে৷

তিনি আশঙ্কা করেন, নির্বাচনের দিন গডফাদাররা বিভিন্ন কেন্দ্রে হামলা করে নির্বাচন ভন্ডুলের চেষ্টা করতে পারে৷ পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে৷ তার কথা, আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এখন ঘরে বসে আছেন৷ তার লোকজন নৌকার পক্ষে মাঠে নেমেছেন৷ তবে এগুলো লোক দেখানো৷নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, নির্বাচনের দিন যাতে কোনো সহিংসতা না হয় তার ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তারা৷ তিনি বলেন, প্রতিটি কেন্দ্র ভিত্তিক গোয়েন্দা তথ্য নিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে৷ সেখানে, পুলিশ, আর্মড পুলিশ, র‌্যাব ও বিজিবি থাকবে৷

তৈমুরের লোকজনকে আটকের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ৮৯ জন প্রার্থীর মধ্যে মাত্র একজন প্রার্থী এই অভিযোগ করছেন৷ আমরা কোনো দলীয় পরিচয় দেখে বা প্রার্থীর লোক আটক করছি না৷ যাদের বিরুদ্ধে মামলা আছে, যারা ওয়ারেন্টের আসামি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ তাদের আটক করছি৷ কালো টাকার ছড়াছড়ি প্রসঙ্গে তিনি বলেন, দুইজন প্রার্থীই এই অভিযোগ করছেন৷ আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি৷ যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেব৷

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত থেকে পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু হচ্ছে৷ তার তালিকাও করা হয়েছে৷ অভিযানে আওয়ামী লীগের শামীম ওসমান পন্থিরাও আটক ও তল্লাশির মুখে পড়ছেন৷
জেলা রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার জানান, আলাদাভাবে ঝুঁকিপূর্ণ বিবেচনা না করে আমরা ১৯২টি কেন্দ্রকেই বিশেষভাবে দেখছি৷ আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সেইভাবেই ব্যবস্থা নিয়েছি৷ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে পর্যাপ্ত ভ্রাম্যমাণ আদালত থাকবে নির্বাচনের দিন৷

তার কথা, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো প্রার্থী বড় কোনো অভিযোগ করেননি৷ মুখে কালো টাকা, গডফাদার এগুলো শোনা গেলেও কেউ লিখিত অভিযোগ করেননি৷ তার আশা নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর হবে৷ মেয়র ছাড়াও ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হবে৷ নির্বাচনে ছয়জন মেয়র প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভী এবং স্বতন্ত্র হাতি প্রতীকের তৈমুর আলম খন্দকারের মধ্যে৷

বিএনপি সরাসরি এই নির্বাচনে প্রার্থী দেয়নি৷ নির্বাচনে প্রার্থী হওয়ায় তৈমুর আলম খন্দকারকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে৷ তবে বিএনপির সদস্যপদ তার আছে৷ তাই বিএনপির নেতা-কর্মীরা তার সঙ্গে আছেন৷
অন্যদিকে সেলিনা হায়াৎ আইভী এর আগে পরপর দুইবার মেয়র নির্বাচিত হন৷ প্রথমবার স্বতন্ত্র হিসেবে শামীম ওসমানকে পরাজিত করে তিনি মেয়র হন৷ দ্বিতীয় বার নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হন৷ এবারও তিনি নৌকার প্রার্থী৷নারায়ণগঞ্জ সিটিতে মোট ভোটার পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭৷ নির্বাচন হবে ইভিএম-এ৷ সাধারণ ভেটারদের কথা, অতীতে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সহিংসতার নজির নেই৷ তাদের আশা, তাই এবারো উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে৷

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button