অপরাধ

সিলেটে শিপলু’র ক্যাসিনো জুয়া

 

রুমন কাশেম : সিলেটে জুয়ার দখল নিলে ফের রক্তারক্তি ঘটেছে। এই জুয়ার নায়ক যুবলীগার শিপলু। তার নেতৃত্বে সিলেটে চলছে জমজমাট জুয়ার রাজত্ব। প্রশাসনকে ম্যানেজ করেই এতদিন জুয়ার চালাচ্ছিল শিপলু। কিন্তু ভোটের আগে প্রশাসনে রদবদল ঘটলে নেতৃত্বে ফাটল ধরে। এর জের ধরে শিপলুর রাজত্বের জায়গায় ভাগ বসাতে নামে বিদ্যুত গ্রুপ। যুবলীগ কর্মীরা অভিযোগ করেছে যুবলীগ নেতা শিপলুর নিয়ন্ত্রনাধীন জুয়ার বোর্ডে হানা দেয় বিদ্যুৎ গ্রুপ।

এর জের ধরে একে অপরকে দোষারোপ করে শিপলু গ্রুপের নেতাকর্মীরা। এ থেকেই ঘটনার সূত্রপাত। অভিযোগ রয়েছে সিলেটে ক্যাসিনো জুয়াসহ সব ধরনের জুয়ার আসর বসছে শহরের বিভিন্ন বাসাবাড়িসহ বিভিন্ন মার্কেটের গোপন আস্তানায়। প্রতিদিন সেখানে লাখ লাখ টাকার জুয়ার খেলা চলে। এর জের ধরে জুয়ার দখল নিতে চলছে পাল্টাপাল্টি হামলা ও দখলবাজি।

সিলেটের পাঠানটুলায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে পাঠানটুলা এলাকার স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে যুবলীগ নেতা শিপলু ও বিদ্যুৎ গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় ৯টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এতে উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আহতরা হলেন যারা, নগরীর মদিনা মার্কেট এলাকার আব্বাসের ছেলে রশিদ (৩৫), গোয়াবাড়ি এলাকার আলী (৩৩), নতুন বাজার এলাকার বিরেন্দ্র দাসের ছেলে বিদ্যুৎ (৩৫) ও পল্লবী রোডের মৃত আলী আব্বাসের ছেলে শিপলু। এছাড়া জামাল ও কয়েস নামে আরও দুজন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গুরুতর আহত আলীকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বুধবার (২৪ জানুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল যুবলীগ নেতা শিপলুর নিয়ন্ত্রনাধীন জুয়ার বোর্ডে হানা দেয়। এ ঘটনায় বিদ্যুৎ গ্রুপকে দোষারোপ করে শিপলু গ্রুপের নেতাকর্মীরা। এ থেকেই ঘটনার সূত্রপাত।

রাত পৌনে ৯টার দিকে বিদ্যুৎ গ্রুপের নেতাকর্মীরা স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে আড্ডা দেওয়া অবস্থায় শিপলু গ্রুপের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তাদের আলীসহ পাঁচজন আহত হয়। এ সময় পাল্টা হামলায় আহত হয় শিপলু গ্রুপের শিপলু। কোতোয়ালি মতেল থানার ওসি মইন উদ্দিন শিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button