আন্তর্জাতিক

আবদুল্লাহ জাহাজে সমস্ত্র পাহারায় সোমালিয়া দস্যুরা

জিম্মি জাহাজের কাছাকাছি টহল দিচ্ছে ভারতীয় একটি যুদ্ধজাহাজ ও উড়োজাহাজ।

কূটনৈতিক রিপোর্টার : বাংলাদেশী কেএসআরএম গ্রুপের মালিকানাধীন অপহৃত এমভি আবদুল্লাহ জাহাজে সমস্ত্র পাহারা জোরদার করেছে সোমালিয়ার জলদস্যুরা। দেখা গেছে, এমভি আবদুল্লাহর মাস্টার ব্রিজে সোমালিয়ার জলদস্যুরা সশস্ত্র অবস্থান নিয়ে টহল দিচ্ছে বলে জানা গেছে। জিম্মি জাহাজের কাছাকাছি টহল দিচ্ছে ভারতীয় একটি যুদ্ধজাহাজ ও উড়োজাহাজ। ভারতীয় যুদ্ধজাহাজে কর্তব্যরত এক নেভী অফিসার তার এক্স প্রোফাইলে একটি পোস্ট দিয়ে এতথ্য নিশ্চিত করেছে।

পোস্টে উল্লেখ করা হয় যে, তারা জলদস্যু কবলিত বাংলাদেশী জাহাজটিকে ফলো করছেন। ইতিমধ্যে তারা যোগাযোগ করলেন জলদস্যুরা কোনো সাড়া দিচ্ছেনা। ভারতীয় নেভী কর্মকর্তার পোস্টটি এখানে হুবহু তুলো ধরা হলো দৈনিক সত্যকথা প্রতিদিন এর পাঠকদের জন্যে-

” #IndianNavy’s Mission Deployed warship & an LRMP responded to a piracy attack on MV Abdullah, a Bangladeshi-flagged vessel, whilst enroute from Mozambique to the United Arab Emirates.

On receipt of intimation, the LRMP was immediately deployed & after locating the MV in evening of #12Mar 24, attempted to establish communication to ascertain status of ship’s crew members. However, no response was received from the ship.

The Mission Deployed warship on #MaritimeSecurityOperations, which had also been diverted, intercepted the hijacked MV on the morning of #14Mar 24. The safety of the MV’s crew (all Bangladesh nationals) held hostage by the armed pirates was ascertained & the warship continued to maintain in close vicinity of the MV till its arrival in the territorial waters of Somalia.”

জানা গেছে, সোমালিয়া উপকূলে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর কাছাকাছি অবস্থান নিয়েছে ভারতের ওই যুদ্ধজাহাজটি। একটি ভারতীয় উড়োজাহাজও টহল দিচ্ছে ওই এলাকায়।

ভারতের নৌবাহিনীর মুখপাত্র আজ শুক্রবার বিকেলে সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে এ কথা জানান। পোস্টে যুদ্ধজাহাজ থেকে তোলা এমভি আবদুল্লাহ’র মাস্টার ব্রিজের একটি ছবিও দেয়া হয়েছে পোস্টটিতে। পোস্টের ছবিতে দেখা যায়, তিন দস্যু মাস্টার ব্রিজে আর একজন ব্রিজের ওপরে সতর্ক অবস্থায় পাহারায় রয়েছে।

নৌবাহিনীর মুখপাত্র তার এক্স পোস্টে বলেন, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ দস্যুদের দ্বারা আক্রান্ত হওয়ার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ১২ মার্চ জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়। জাহাজটির ক্রুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু আক্রান্ত জাহাজ থেকে কোনো সাড়া মেলেনি।

এদিকে দস্যুদের কোনো সাড়াশব্দ না পাওযায় উদ্বেগ বাড়ছে ২৩ নাবিকের পরিবারের মধ্যে।
নৌবাহিনীর ওই মুখপাত্র আরো বলেন, সামুদ্রিক নিরাপত্তায় নিয়োজিত একটি যুদ্ধজাহাজের গতিপথ বদলে আক্রান্ত জাহাজটির দিকে পাঠিয়ে দেওয়া হয়।
যুদ্ধজাহাজ থেকে গত বৃহস্পতিবার সকালে আক্রান্ত জাহাজটির সঙ্গে যোগাযোগ করা হয়। এম ভি আবদুল্লাহ’র ক্রদের সবাই নিরাপদ আছেন, এটা নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button