জাতীয়

ফিরিয়ে দাও শহীদ আনোয়ারা উদ্যান

 

০০ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম নারী শহীদ-
০০ মেট্টোরেল কর্তৃপক্ষকে আলটিমেটাম-

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান ফিরিয়ে দিতে মেট্রোরেল কর্তৃপক্ষকে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত নাগরিকরা। নইলে নেয়া হবে আইনি ব্যবস্থা। আন্দোলনকারীদের অভিযোগ, নির্মাণ কাজ শেষে উদ্যানটি আগের অবস্থায় ফিরিয়ে দেয়ার কথা থাকলেও মেট্রোরেল কর্তৃপক্ষ এখন সেখানে মার্কেট করতে চায়। এর প্রতিবাদে শনিবার বিকেলে আনোয়ারা উদ্যানের সামনে মানববন্ধন সচেতন নাগরিকদের।

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম নারী শহীদ আনোয়ারা বেগম। তাঁর স্মৃতি রক্ষার্থেই রাজধানীর ফার্মগেটের এ উদ্যানের নামকরণ৷ ২০১৮ সাল থেকে উদ্যানটি প্রকল্পের কাজে ব্যবহার করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। কাজ শেষে তা আগের অবস্থায় ফিরিয়ে দেয়ার কথা থাকলেও এখন সেখানে বিপণিবিতান, রেস্টুরেন্ট, বিনোদনকেন্দ্রের মতো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি৷

সব বয়সী নারী-পুরুষ যোগ দেন নগর-নিসর্গ রক্ষার এই আন্দোলনে। তারা বলেন, দেশে রেস্তোরাঁ আর মার্কেটের কোন অভাব নেই৷ বরং প্রয়োজন প্রকৃতি, পার্ক, আর খেলার জায়গা।নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজধানীর বর্তমান যে পরিস্থিতি, সেক্ষেত্রে এক বর্গফুট খোলা জায়গা নষ্ট করাও অনেক বড় হুমকি৷ সবশেষ, মেট্রোরেল কর্তৃপক্ষকে উদ্যান ফিরিয়ে দিতে ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘২০-২৫ বছর আগেও ঢাকাতে ২০ ভাগের মতো সবুজ এলাকা ছিল। এখন কমতে কমতে ৭-৮ ভাগে নেমে এসেছে। এ জন্যে প্রতিটি স্কয়ার ফিট সবুজ আমাদের রক্ষা করতে হবে। যাতে আমরা অন্তত ১০-১৫ ভাগ সবুজের দিকে নিতে পারি।’

শহীদ আনোয়ারা উদ্যান রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব বলেন, ‘আগামী ৩০ দিনের মধ্যে যদি এটা ফেরত দেওয়া না হয় তাহলে ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব।’এর আগে গেল বছর অক্টোবরে ফার্মগেটে পুনর্নির্মিত ওভারব্রিজ উদ্বোধনের সময় এই উদ্যান আগের অবস্থায় ফিরিয়ে দেয়ার আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা উত্তরের মেয়র।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button