আন্তর্জাতিক

ইউক্রেনের এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া দাবি করেছে, ইউক্রেনকে ইউরোপের একটি দেশের দেওয়া এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবরে বলা হয়, ইউক্রেনকে ইউরোপের একটি দেশের সরবরাহ করা এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সাগর থেকে ছোঁড়া কালিবার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে রোববার চারটি এস-৩০০ লঞ্চার ধ্বংস করা হয়েছে। যেগুলো ইউক্রেনের দিনিপ্রো শহরের একটি হ্যাঙ্গারে রাখা ছিল। এ হামলায় ইউক্রেনের ২৫ সেনা আহত হয়েছেন, দাবি মস্কোর। যদিও কোন দেশ থেকে এ এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হয়েছে তা বলেনি রাশিয়া। তবে ¯েøাভাকিয়া এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দিয়েছিল। তবে গত রোববার দেশটির দাবি, তাদের সরবরাহ করা এস-৩০০ আঘাতপ্রাপ্ত হয়নি। এ ধরনের দাবি গুজব। এ ছাড়াও রাশিয়া ইজিয়াম শহরে দুটি এসইউ-২৫ যুদ্ধবিমান, দুটি গোলাবারুদের গুদাম ধ্বংসের দাবি করেছে।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button