খেলা

ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক কে হচ্ছেন?


স্পোর্টস ডেস্ক : টানা ব্যর্থতার পর তীব্র সমালোচনা আর নিতে পারেননি জো রুট, ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এরপর থেকেই জল্পনা, কে হচ্ছেন টেস্ট ক্রিকেটের সবচেয়ে অভিজাত দলটির পরবর্তী অধিনায়ক? এ ক্ষেত্রে একটা নামই বেশি শোনা যাচ্ছেন। তিনি হলেন অলরাউন্ডার বেন স্টোকস। দেশটির সাবেক তিন অধিনায়ক মাইক আথারটন, নাসের হুসেইন, মাইকেল ভনও পরবর্তী ক্যাপ্টেন হিসেবে স্টোকসকে পছন্দ করেছেন। মাইক আথারটন স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই অ্যাশেজের পর মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল, (নেতৃত্বে) পরিবর্তন প্রয়োজন। ইংল্যান্ড সকল অধিনায়কের জীবনেই এই মুহূর্তটি আসে। যখন তাদের উপলব্ধি হয় যে সবটুকু দেওয়া হয়ে গেছে, দেওয়ার কিছু আর বাকি নেই। নতুন অধিনায়ক হিসেবে বেন স্টোকসই আমার পছন্দ। সে জো রুটের খুব ঘনিষ্ঠ। রুট নিজে থেকে দায়িত্ব ছেড়ে দেওয়ায় স্টোকসের জন্য প্রস্তাব গ্রহণ করা সহজ হবে। ‘একটা সময় মাথা গরম ক্রিকেটার হিসেবে দুর্নাম ছিল স্টোকসের। নানা কাÐ ঘটিয়ে শাস্তিও পেয়েছেন। কিন্তু এখন তিনি পুরোপুরি অন্য বেন স্টোকস। বিবিসিকে আরেক সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘এই দায়িত্ব নেওয়ার মতো অন্য কাউকে (স্টোকস ছাড়া) আমার চোখে পড়ছে না। দলে তার জায়গা নিয়ে নিশ্চয়তা আছে। বেন স্টোকসের ক্রিকেট মস্তিষ্ক দারুণ, নিজের সবটুকু ঢেলে দেবে সে এবং নিশ্চিতভাবেই চারপাশের সব ক্রিকেটারের শ্রদ্ধাও সে আদায় করে নিতে পারবে। ‘অধিনায়ক হওয়ার জন্য বেন স্টোকস এই মুহূর্তে কতটা ফিট―সেটা মনে করিয়ে দিয়েছেন সাবেক অধিনায়ক নাসের হুসেইন। ডেইলি মেইলে তিনি লিখেছেন, ‘এই দায়িত্ব পালনের জন্য শারীরিক ও মানসিকভাবে খুব ভালো অবস্থায় থাকতে হবে। এ ছাড়া সে মাঠের বাইরে নানা ঝামেলাও করত। (ইসিবির) নতুন ক্রিকেট পরিচালক যেই হোক না কেন, অবশ্যই তার প্রথম কাজ হবে স্টোকসের সঙ্গে আলোচনায় বসা। তার চোখে চোখ রেখে কথা বলে জেনে নেওয়া যে, সে কোন অবস্থায় আছে। ‘

 

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button