জাতীয়

ডিএমপির ২৯ থানায় কাজ শুরু করেছে পুলিশ

 

স্টাফ রিপোর্টার : তিন দিন বন্ধ থাকার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৯ থানায় সেবা কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীর সদস্যদের পাহারায় শুক্রবার (৯ আগস্ট) পুলিশ সদস্যরা তাদের কর্মস্থলে যোগ দেন।যেসব থানায় কার্যক্রম শুরু হয়েছে- গুলশান, তেজগাঁও, রমনা, কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, কোতোয়ালি, চকবাজার, সূত্রাপুর, ডেমরা, গেন্ডারিয়া, মতিঝিল, সবুজবাগ, শাহজাহানপুর, শেরেবাংলা নগর, হাতিরঝিল, শাহ আলী, কাফরুল, ভাষানটেক, দারুসসালাম, রূপনগর, ক্যান্টনমেন্ট, বনানী, উত্তরা পশ্চিম, উত্তরখান ও বিমানবন্দর থানা।

বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত খবর অনুযায়ী, রাজধানীর গুলশান থানায় আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তেজগাঁও থানায় বেলা ১টা পর্যন্ত তিনটি জিডি করা হয়েছে।এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত সোমবার বিকেল থেকে রাজধানীর অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত অনেক গাড়ি। বিভিন্ন জায়গায় অস্ত্রসহ সরঞ্জাম ও নথি লুট হয়। এরপর পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button