লাইফ স্টাইল

গায়ের গন্ধ বাড়ে মানসিক চাপে!


লাইফস্টাইল ডেস্ক : আপনি যদি মাত্রাতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগে থাকেন তাহলে তা আপনার গায়ের গন্ধেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। স¤প্রতি গবেষকরা ল্যাবরেটরি টেস্টে এ বিষয়ে সূত্র পেয়েছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইউবিউটি। মানসিক চাপ থেকে মুক্ত থাকতে পারলে আপনার গায়ের গন্ধও ঠিক হতে পারে। এর কারণ মাত্রাতিরিক্ত মানসিক চাপে আপনার যেমন উদ্বেগ বাড়বে তেমন মানসিক চাপ কম থাকলে উদ্বেগও কমে যাবে। এ বিষয়টি অনুসন্ধানের জন্য গবেষকরা মানুষের গায়ের গন্ধকে তিনটি ভাগে বিভক্ত করেন। এগুলোর মধ্যে ছিল ভালো, মধ্যম ও মন্দ। অংশগ্রহণকারীদের গায়ের গন্ধ নিরূপন করে তাদের গাড়ি দুর্ঘটনাসহ নানা উদ্বেগজনক ছবি দেখানো হয়। এতে মানসিক চাপ বেড়ে যাওয়ায় পর তাদের গায়ের গন্ধ পরিবর্তিত হয় কি না, তা অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে দেখা যায় অংশগ্রহণকারীদের মাঝে উদ্বেগ সৃষ্টির পর তাদের গায়ের গন্ধও পরিবর্তিত হয়। এতে এমনকি যাদের দেহের গন্ধ ভালো পর্যায়ে ছিল তাদেরও পরিবর্তিত হয়। এর মূল কারণ হিসেবে গবেষকরা জানান, উদ্বেগের কারণে তাদের গায়ের গন্ধ পরিবর্তিত হয়ে গেছে। এতে উদ্বেগের সঙ্গে গায়ের গন্ধ পরিবর্তনের বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। বিশেষজ্ঞরা জানান, গায়ের গন্ধ নিয়ন্ত্রণ করতে চাইলে মানসিক চাপ ও উদ্বেগ কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানসিক চাপ ও উদ্বেগ কম রাখতে পারলে বাড়তি প্রচেষ্টা ছাড়াই অনেকাংশে গায়ের গন্ধ কমানো যাবে। যারা গায়ের গন্ধ সমস্যায় রয়েছেন তারা এ বিষয়টি লক্ষ্য রাখতে পারেন। মানসিক চাপের কারণে আপনার গায়ের গন্ধ তৈরি হচ্ছে কি না, তা জেনে নিন। এ কারণে মানসিক চাপ কমাতে না পারলে গায়ের গন্ধও নিয়ন্ত্রণ দুরূহ হয়ে পড়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button