বাগেরহাটে ধূমপান করতে নিষেধ করায় মাথা ফাটালেন যুবক
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় ইফতারের আগে প্রকাশ্যে ধূমপানে নিষেধ করায় স্থানীয় ইউপি মেম্বারের ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছেন হানিফ শেখ (৩৫) নামের এক যুবক। এ সময় তাকে ধরে পুলিশে দিয়েছেন বিক্ষুব্ধ গ্রামবাসী। এ ঘটনায় মামলা দিয়ে গতকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আহত ই¯্রাফিল ফকির (৩২) উপজেলার চিলা ইউনিয়নের কেয়াবুনিয়া গ্রামের বাসিন্দা এবং ইউপি সদস্য (মেম্বার) মো. ইশরাত ফকিরের (৪২) ভাই। মামলার বিবরণে জানা যায়, সমিরের দোকানের সামনে দাঁড়িয়ে গত রোববার ইফতারের আগ মুহূর্তে ধূমপান করছিলেন হানিফ। এ সময় সেখানে উপস্থিত ইউপি মেম্বার ইশারাত ফকির রমজানের পবিত্রতা রক্ষায় প্রকাশ্যে ধূমপানে নিষেধ করেন। এ নিয়ে হানিফ মেম্বারের সঙ্গে বাগবিতÐায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নৌকার বৈঠা দিয়ে মেম্বারের মাথায় আঘাত করতে যান হানিফ। এ সময় মেম্বার সরে গেলে বৈঠার আঘাত তার ছোট ভাই ই¯্রাফিল ফকিরের মাথায় লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাৎক্ষণিক গ্রামবাসী হানিফকে ধরে পুলিশে দেন। এ ঘটনার রাতেই ইউপি মেম্বার ইশারাত থানায় মামলা করেন। মোংলা থানার এসআই অমিত বলেন, ধূমপানে নিষেধ করায় মেম্বারের ভাইকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আটক হানিফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।