৮ বিভাগের খবরঅর্থনীতি

ঋণফেরত দেন এস-আলম-বাড়ীর সামনে ধর্ণা ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের

 

 

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পাঁচলাইশ সুগন্ধা আবাসিক এলাকায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। মঙ্গলবার ১০ ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম অঞ্চলের ১২টি শাখার কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন।

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল জানান, ব্যাংকের মোট ৬৫ হাজার কোটি টাকার বিনিয়োগের মধ্যে এস আলম গ্রুপ এককভাবে নামে-বেনামে ৪৫ হাজার কোটি টাকা গ্রহণ করেছে। এর মধ্যে চট্টগ্রামের শাখাগুলো থেকে নেওয়া হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা।

ব্যাংক কর্মকর্তারা জানান, এই ঋণ জনগণের আমানত থেকে বিনিয়োগ করা হয়েছিল। সময়মতো টাকা আদায় না হওয়ায় ব্যাংকটি আর্থিক সংকটে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ঋণ ফেরতের দাবি জানিয়ে এই কর্মসূচি পালন করা হয়েছে।

একক গ্রুপকে এত বিশাল অঙ্কের ঋণ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মোস্তফা কামাল বলেন, “দেশের আগের পরিস্থিতি ও বর্তমান পরিস্থিতি এক নয়। বিনিয়োগের সময় সঠিকভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি।এই ঘটনা দেশের ব্যাংকিং খাতের ঋণ ব্যবস্থাপনার সংকট এবং একক প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার ঝুঁকি আবারও সামনে এনেছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button