স্বাস্থ্য

ব্যথামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সম্পন হলো আন্তজার্তিক পেইন কংগ্রেস ও 5k Run Fun

 

কংগ্রেস পরবর্তী পাঁচ কিলোমিটার দৌড়ের (5K Run Fun 2025) আয়োজন করা হয় ধানমন্ডি লেকে। ব্যথামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ আয়োজনকে সফল করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এনেস্থেশিওলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম আব্দুল আলীম বিশেষ ভূমিকা পালন করেন।স্টাফ রিপোর্টার : ব্যথামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত ১৩’ই এপ্রিল, রবিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও’ এ অনুষ্ঠিত হয়ে গেলো সোসাইটি ফর স্টাডি অফ পেইন’এর ২৬ তম পেইন কংগ্রেস ২০২৫। আন্তর্জাতিক মানের এই পেইন কংগ্রেসে বহু দেশী বিদশী সুনামধন্য চিকিৎসক ও গবেষক অংশগ্রহন করেন।

বাংলাদেশের মানুষের ব্যথা নিবারনই মূলতঃ এই কংগ্রেসের মূল প্রতিপাদ্য ছিল।আমেরিকার মিনিসোটা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই কংগ্রেসে বিদেশী ডেলিগেট হিসেবে উপস্হিত ছিলেন।

তাঁর বিশেষ উদ্যোগে ভোর ৫.৩০ ‘ টায় কংগ্রেস পরবর্তী পাঁচ কিলোমিটার দৌড়ের (5K Run Fun 2025) আয়োজন করা হয় ধানমন্ডি লেকে। ব্যথামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ আয়োজনকে সফল করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এনেস্থেশিওলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম আব্দুল আলীম বিশেষ ভূমিকা পালন করেন।

ডা. রতন কে বণিক বাংলাদেশের একজন কৃতি সন্তান। তিনি বাংলাদেশের বিশিষ্ট এনেস্থেশিওলোজির চিকিৎসকদের নিয়ে পহেলা বৈশাখের সূর্যোদয়ের আগে সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে সফলতার সাথে এ দৌড় সম্পন্ন করেন।

এর আগে তিনি ফেসবুকে এই দৌড়ে অংশ নেবার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান করে লিখেন “ Join the 5k Pain Run Fun For a Cronic Pain Free Bangladesh”. পহেলা বৈশাখে রাস্তায় চলাচলে বাধ্যবাধকতা থাকার পরেও খুব ভোর বেলায় বিশিষ্ট পেইন বিশেষজ্ঞ চিকিৎসকসহ অনেকেই তাঁর ডাকে সাড়া দিয়ে এই দৌড়ে স্বতঃস্ফুর্তভাবে অংশ নিয়েছেন।

ব্যথামুক্ত জীবন উপভোগ করতে চাইলে শারিরীক ব্যায়ামের কোনো বিকল্প নাই তাই স্বাস্হ্য সচেনতায় প্রতিবছর পেইন কংগ্রেসের পরেরদিন এই পাঁচ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হবে বলে জানিয়েছেন ডা. বনিক।

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button