বিজ্ঞান ও প্রযুক্তি

নববর্ষ রাঙ্গাল রাজধানীর ড্রোন শো

নববর্ষ আরো রঙ্গিন করে রাঙ্গাতে রাজধানী ঢাকায় সর্ববৃহৎ ড্রোন শো অনুষ্ঠিত হলো। এতে দেখানো হয়েছে শহীদ আবু সাঈদ এর বুক পেতে দেয়ার চিত্রকে। দেখানো হয়েছে পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধকেও।

 

স্টাফ রিপোর্টার : পহেলা বৈশাখের রাতে নববর্ষ আরো রঙ্গিন করে রাঙ্গাতে রাজধানী ঢাকায় সর্ববৃহৎ ড্রোন শো অনুষ্ঠিত হলো। এতে ফিলিস্তিনের জন্য প্রার্থনা করা হয়েছে। এ ড্রোন শোর মাধ্যমে তুলে ধরা হয়েছে গণআন্দোলন, মানবিক বিপর্যয় এবং আশা-আকাংখার ভবিষ্যত বাণী’ও। শোতে দেখানো হয়েছে শহীদ আবু সাঈদ এর বুক পেতে দেয়ার চিত্রকে। দেখানো হয়েছে পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধকেও।

সর্ববৃহৎ ড্রোন শোতে ফিলিস্তিনের জন্য প্রার্থনা

সংশ্লিষ্ট খবর

Back to top button