রাজনীতির বিস্ফোরণ রফিকুল আমীনের ‘ডেসটিনি পার্টি’

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সর্ব্বোচ্চ বৈষম্যের শিকার ‘বাংলার আমীন’ মোহাম্মদ রফিকুল আমীন। বাংলাদেশে তিনিই সবার আগে ‘বেকার’ দূর করার অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। সারাদেশের যুব সমাজকে তিনি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
শফিক রহমান : রাজনীতির শিকার হয়ে দীর্ঘ জেল খেটে এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন। রাজনীতি কি জিনিষ, পর্দার আড়ালে কি ঘটে, নেতা-নেত্রীর নির্দেশে কারা কিভাবে নিজেদের সুবিধা বাগিয়ে নিয়েও কোটি কোটি ‘ডেসটিনি প্রেমি’র ভবিষ্যত ধ্বংস করে ডেসটিনির সাজানো বাগান তছনছ করেছে তার চাক্ষুষ স্বাক্ষী রফিকুল আমীন।
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সর্ব্বোচ্চ বৈষম্যের শিকার ‘বাংলার আমীন’ মোহাম্মদ রফিকুল আমীন। বাংলাদেশে তিনিই সবার আগে ‘বেকার’ দূর করার অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। সারাদেশের যুব সমাজকে তিনি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছিলেন। দেশের ৬৪ জেলা-উপজেলাতে ‘ডেসটিনি’ ছড়িয়ে দিয়েছিলেন।
কিন্তু একশ্রেণীরর কলুষিত রাজনীতিকের দেশবিরোধী-চক্রান্ত ষড়যন্ত্রের রাজনীতি ‘ডেসটিনি’কে গড়তে দেয়নি। এরা সারাদেশের মানুষের ‘ডেসটিনি’কে কেড়ে নিয়েছে। ধূলিস্যাত করে দিয়েছে ‘ডেসটিনি’ যুব উদ্যোক্তাদের দেশ গড়ার সোনালী স্বপ্ন।
এই সেই রফিকুল আমীন যিনি স্বৈরাচারীর পদ্মা সেতু গড়ার স্বপ্নের আগেই তা গড়ে দিতে চেয়ে সব রাজনীতি’র ঘুম হারাম করে দিয়ে ‘ডেসটিনি’ চক্ষুসূল হয়েছিলেন।এরপরেই বাংলাদেশের রাজনীতির প্রথম ‘আয়না ঘর’ এর কব্জায় পড়ে ‘বাংলাদেশের ডেসটিনি’ রফিকুল আমীন।
উইকিপিডিয়ায় আছে, ভাগ্য এবং নিয়তি শব্দ দুটির আলাদা অর্থ রয়েছে। এই শব্দটির প্রাচীনতম উল্লেখ বা এর অর্থ কিউনিফর্ম লিপিতে লেখা একটি নথিতে পাওয়া যায় যা পৌরাণিক ফলক অফ ডেস্টিনিজ সম্পর্কে রিপোর্ট করে। এটি সম্ভবত সুমেরীয় দেবতাদের তিনটি দলের মধ্যে একটি রাজনৈতিক চুক্তিকে নির্দেশ করে (যেমন মহাকাব্য আথ্রা হাসিস ), যেখানে কেবলমাত্র নেতারই ক্ষমতা থাকে যে তিনি একবার নির্ধারিত জিনিসগুলিকে তাদের মূল অবস্থায় ফিরিয়ে আনবেন।
আজকের ঐতিহ্যবাহী ব্যবহার ভাগ্যকে একইভাবে সংজ্ঞায়িত করে। একটি শক্তি বা সংস্থা যা কোনও জিনিস বা ঘটনার সেটের বৈশিষ্ট্যগুলিকে পূর্বনির্ধারিত করে (নিয়ন্ত্রণ করে) যা কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে ইতিবাচক বা নেতিবাচকভাবে প্রভাবিত করে। অন্যান্য সম্ভাবনা হল একটি বাগধারা, যার মাধ্যমে কারও ভাগ্য বলা যায়, অথবা কেবল সুযোগ এবং ঘটনার ফলাফল।
হেলেনিস্টিক সভ্যতায়, বিশৃঙ্খল এবং অপ্রত্যাশিত সুযোগের পালা পূর্বে কম উল্লেখযোগ্য দেবী, টাইচে (আক্ষরিক অর্থে ” ভাগ্য “) কে ক্রমবর্ধমান গুরুত্ব দিয়েছিল, যিনি একটি শহরের সৌভাগ্য এবং যাদের জীবন তার নিরাপত্তা এবং সমৃদ্ধির উপর নির্ভরশীল ছিল, জীবনের দুটি ভালো গুণকে মূর্ত করেছিলেন যা মানুষের নাগালের বাইরে বলে মনে হয়েছিল।
ফরচুনার রোমান চিত্র, যার চাকাটি তিনি অন্ধভাবে ঘুরিয়েছিলেন, বোয়েথিয়াস সহ খ্রিস্টান লেখকরা ধরে রেখেছিলেন, রেনেসাঁয় দৃঢ়ভাবে পুনরুজ্জীবিত হয়েছিল এবং আজও কিছু রূপে টিকে আছে সেই ডেসটিনি। কাজেই ডেসটিনির রফিকুল আমীন রাজনৈতিক দল গঠন করবেন ‘ডেসটিনি পার্টি’ করবেন এটা ঐতিহাসিক ভাবেই নির্ধারিত ছিল নতুন বাংলাদেশের অপেক্ষায়।
দীর্ঘদিন কারাভোগ করে মুক্তি পাওয়া ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ওরফে বাংলার রফিকুল আমীন রাজনীতিতে নেমে কি বিস্ফোরণ ঘটান তার অপেক্ষায় সারা দেশবাসী। আগামী ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) দলের আত্মপ্রকাশের কথা রয়েছে।
রাজধানীর হোটেল শেরাটন বনানীতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে যোগদানের জন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।দলের এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, ‘অপার সম্ভাবনাময়ের দেশ বাংলাদেশ আজ নতুন এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।