রাজনীতি

তারুণ্য-যৌবনের শক্তিতে সরকার গঠনের স্বপ্নে জামায়াত

এখানে ”আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত” করার যে ইঙ্গিত দেয়া হয়েছে তাতে এনসিপিসহ ইসলামপন্থী দলগুলোর একত্রিত হয়ে আগামী নির্বাচনে লড়াই করারও ইঙ্গিত দিলেন জামায়াত আমির।

 

শফিক রহমান : সরকার গঠনের স্বপ্ন দেখছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সংগঠনটির আমির ডা. শফিকুর রহমান আজ শনিবার জাতীয় সমাবেশে তাঁর বক্তৃতায় একথা স্পষ্ট করে বলেছেন, আজ আমি ঘোষণা দিচ্ছি, ”লাখো জনতাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন, কোনো এমপি, কোনো মন্ত্রী সরকার থেকে কোনো প্লট গ্রহণ করবে না, ট্যাক্সবিহীন গাড়িতে চড়বে না, নিজের হাতে টাকা চালাচালি করবে না, নিজেদের নির্দিষ্ট কাজের জন্য যে বরাদ্দ পাবেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১৮ কোটি মানুষের কাছে হিসাবের প্রতিবেদন তুলে ধরবেন”।

এতে স্পষ্ট করে তিনি আরো জানিয়েছেন, ”দুর্নীতির মূল উদঘাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও বিজয় লাভ করব”। এখানে ”আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত” করার যে ইঙ্গিত দেয়া হয়েছে তাতে এনসিপিসহ ইসলামপন্থী দলগুলোর একত্রিত হয়ে আগামী নির্বাচনে লড়াই করারও ইঙ্গিত দিলেন জামায়াত আমির।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ”তারুণ্য এবং যৌবনের শক্তি”কে একত্রিত করার প্রবণতা ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে। ভোটের মাঠে যাওয়ার আগেই জামায়াত আমির এর সরকার গঠনের প্রবণতা সেটাই প্রতিফলিত করেছে। আর সে লক্ষেই জামায়াত আমির বলেছেন, শাসনক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী বাংলাদেশ দেশের মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলে তাঁদের সরকার গঠনের ইঙ্গিতও দিয়ে ফেললেন। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করারও ঘোষনা দিয়েছেন তিনি। দুর্নীতির যাতে মূলৎপাটন হয় সেলক্ষেও জামায়াত কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।

আমিরে জামায়াত বলেন, আজ আমি ঘোষণা দিচ্ছি, লাখো জনতাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন, কোনো এমপি, কোনো মন্ত্রী সরকার থেকে কোনো প্লট গ্রহণ করবে না, ট্যাক্সবিহীন গাড়িতে চড়বে না, নিজের হাতে টাকা চালাচালি করবে না, নিজেদের নির্দিষ্ট কাজের জন্য যে বরাদ্দ পাবেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১৮ কোটি মানুষের কাছে হিসাবের প্রতিবেদন তুলে ধরবেন।

আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতির মূল উৎপাটনের জন্য যা করা দরকার, আমরা তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্র করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব।

সংশ্লিষ্ট খবর

Back to top button