৮ বিভাগের খবরঅপরাধ

পাহাড় ফের অশান্ত প্রতিপক্ষের গুলিতে নিহত ৪

 

খাগড়াছড়ির দীঘিনালায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাতাধীন (ইউপিডিএফ) সংগঠনের কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে

 

খাগড়াছড়ি প্রতিনিধি : পাহাড় ফের অশান্ত । গতকাল পর্যন্ত জেএসএস-ইউপিডিএফ প্রতিপক্ষের গুলিতে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানায়, খাগড়াছড়ির দীঘিনালায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাতাধীন (ইউপিডিএফ) সংগঠনের কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালার বাবুছড়ায় ইউনিয়নের নারাইছড়ির জোড়া সিন্ধু কার্বারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া দৈনিক সত্যকথা প্রতিদিন প্রতিনিধির কাছে গোলাগুলি ও নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, `আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিন্ধু কারবারিপাড়া এলাকায় ইউপিডিএফের সামরিক কমান্ডার বিপ্লব চাকমা নেতৃত্বাধীন ৪০ থেকে ৪৫ জনের একটি দলের মুখোমুখি হয় জেএসএসের সামরিক কমান্ডার জয়দেব চাকমা নেতৃত্বাধীন ৩৫ থেকে ৪০ জনের আরেকটি দল। ওই সময় গোলাগুলি ও নিহতের ঘটনা ঘটে।’

তবে, ইউপিডিএফ বলছে, গোলাগুলির বিষয়টি তাদের জানা নেই। এক বিবৃতিতে সংগঠনটি থেকে বলা হয়, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক দল। এ দলে ‘পিপলস লিবারেশন আর্মি’ নামে কোনো সামরিক শাখা নেই।বিবৃতিতে আরও বলা হয়, ভাইবোনছড়ায় ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের বিরুদ্ধে চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী দুরভিসন্ধিমূলক মিথ্যা প্রচারে নেমেছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button