অপরাধ

বেশুমার চাঁদাবাজি: সারাদেশের বৈষম্য নেতাদের নেতাগিরী খতম-গুলশানে ৪০ লাখ নিতে আসা নেতারা রিমান্ডে

 

তারা মোট ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। এরমধ্যে ১০ লাখ টাকা নেওয়া হয় গত ১৭ জুলাই। শনিবার আরও ৪০ লাখ টাকা নিতে গেলে তাদের আটক করে পুলিশ।

বিশেষ প্রতিনিধি/কোর্ট রিপোর্টার : বেশুমার চাঁদাবাজির জেরে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুধু কেন্দ্রীয় কমিটি বহাল রেখে সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্মটি সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আজ রোববার রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এ সময়ে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীদের দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের কথা বলেন। নেতা–কর্মী দুর্নীতির সাথে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান কেন্দ্রীয় সভাপতি। রিফাত রশিদ জানান, গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা–কর্মীর চাঁদাবাজির দায়ে গ্রেপ্তারের ঘটনা এবং বিগত সময়ে নানা সমালোচনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের পহেলা জুলাই কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৮ জুলাই সংগঠনটি ৬৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে, যার মধ্যে ২৩ জন সমন্বয়ক ও ৪২ জন সহ-সমন্বয়ক ছিলেন। পরে কমিটি আরও বড় হয়।

রিমান্ডে চাঁদাবাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা-

ওদিকে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ গ্রেপ্তার চার জনের সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।রিমান্ডে নেওয়া চার জন হলেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সদস্য সাদমান সাদাব।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গুলশান থানায় ছয়জনকে আসামি করে মামলা করেছেন সাবেক এমপি শাম্মী আক্তারের স্বামী সিদ্দিক আবু জাফর। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, শনিবার সন্ধ্যার পর গুলশান ২ নম্বরে, সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আক্তারের বাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা মোট ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। এরমধ্যে ১০ লাখ টাকা নেওয়া হয় গত ১৭ জুলাই। শনিবার আরও ৪০ লাখ টাকা নিতে গেলে তাদের আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন মুন্না ও আব্দুর রাজ্জাক রিয়াদ। আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম, পরিচয় ও ছবি প্রকাশ করেনি পুলিশ। আর পলাতক আসামি কাজী গৌরব অপু। এদের মধ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়কদের একজন।

এদিকে, আসামিতের মধ্যে মুন্না, সিয়াম ও সাদাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা। রাতেই তাদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button