৮ বিভাগের খবর

২৬০ কোটি লুটে স্বস্ত্রীক ওয়ান্টেড বিএনপি নেতা আসলাম

চট্টগ্রাম প্রতিনিধি : রাষ্ট্রদ্রোহ মামলা থেকে মুক্তি মিললেও এবার ব্যাংক লুটে ওয়ান্টেড হলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রী। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি অর্থঋণ আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দীন শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রামের পাহাড়তলী শাখার স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে নেয়া প্রায় ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকার ঋণ দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ আদালতে আবেদন করে। ব্যাংকটি জানায়, খেলাপি ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পদ নিলামে তুলেও বিক্রি করা সম্ভব হয়নি। এতে ঋণ আদায়ে ব্যর্থ হয়ে আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চায় ব্যাংক। আদালত ব্যাংকের আবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, আসলাম চৌধুরীর বিরুদ্ধে অতীতে ৭৬টি মামলা হয়েছিল। ২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়। পরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করা হয়, যেখানে অভিযোগ ছিল, তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে সরকারের পতনের ষড়যন্ত্র করেছিলেন।গত বছর জুলাই মাসে সরকার পতনের দাবিতে গণ-আন্দোলনের সময় তিনি জামিনে মুক্তি পান।

সংশ্লিষ্ট খবর

Back to top button