৮ বিভাগের খবররাজনীতি

‘পিআরদের উদ্দেশ্য খারাপ’

সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা পিআর চায় তাদের উদ্দেশ্য খারাপ! তারা ভিন্ন কিছু চায় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা আসলে অন্য কিছু চায়।

 

 

চকরিয়া প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা পিআর চায় তাদের উদ্দেশ্য খারাপ! তারা ভিন্ন কিছু চায় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা আসলে অন্য কিছু চায়। শনিবার কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তবে আসুন আমরা একসাথে বসি। কার কি দাবি শুনি। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং আওয়ামী লীগ আর হাসিনার বাংলাদেশে রাজনীতি করার আর কোন অধিকার নেই। তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। তাই সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ডিএনএ গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি কোন দেশের লোক।

শনিবার কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশকে করদ রাজ্যে পরিণত করেছিল। হাসিনাকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি সারাদেশকে কারাগারে পরিণত করেন। স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আমি-ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছেন।

নির্বাচনি মৌসুম শুরু হয়ে গিয়েছে জানিয়ে তিনি বলেন, মানুষ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবে। সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে। ১৬ বছর মানুষ রক্ত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা হবে। নজির সৃষ্টিকারী নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, তরুণদের আকাঙ্খার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button