শিক্ষা

ডাকসু ভোট বানচাল চেষ্টা-লেবেল প্লেয়িং ফিল্ড চায় ছাত্রদল শিবির

একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রার্থীরা। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও উঠেছে।

ঢাবি প্রতিনিধি : এবার ডাকসু নির্বাচন বানচালের আশঙ্কা করছেন কয়েকজন প্রার্থী। একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রার্থীরা। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও উঠেছে। অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অভিযোগ পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনও যথাসময়ই হবে।
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন। আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছেন প্রার্থীরা।

এদিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ছাত্রশিবিরের। ইসলামি ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কাইয়ুম বলেন, ‘এই জুলাই পরিবর্তীত পরিস্থিতিতে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, সেটার একটা টেকসই দিকে নিয়ে যাওয়া। এর মাধ্যমে পুরো বাংলাদেশে চমৎকার বার্তা দেওয়া। আমরা আশা করব, আমাদের শিক্ষকরা সেই জায়গায় দায়িত্বশীল আচরণ করবে। নির্বাচন কমিশনকে আমরা বলছি, লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য। যারা আচরণ বিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’

ছাত্রদলের অভিযোগ, গুপ্ত শিবিরের নেতা-কর্মীরা অপপ্রচার চালাচ্ছে। নারীদের নিয়ে কুৎসা রটানোরও অভিযোগ তাদের। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ও নারীদের ব্যাপারে যে নোংরামি করা হয়েছে। যদি বিশ্ববিদ্যালের প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ আমাদের ব্যাপারে আনেন তাহলে আপনাদেরকে নির্বাচনের মাঠে প্রবেশ করার সুযোগ দিয়ে সর্বপ্রথম পক্ষপাতিত্ব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়া বলেন, ‘বাইরে মিটিং করে আপনারা নির্বাচন থামাতে পারবেন না। যারা ডাকসু নির্বাচন বন্ধ করতে চেয়েছিল ইতোপূর্বে তারা বিতাড়িত হয়েছে। যারা ডাকসু নির্বাচন বন্ধ করেছিল তারাও বিতাড়িত হয়েছে।’
তবে প্রধান নির্বাচন কর্মকর্তা বলছেন, যেসব অভিযোগ পাওয়া গেছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডাকসুর প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেন, ‘অভিযোগ আমরা খুব কম পেয়েছি। আমরা আজকে প্রথমবারের মতো দুইটা লিখিত অভিযোগ পেয়েছি। মৌখিক যেসকল অভিযোগ আসছে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। ক্যাম্পাসে রঙিন বিলবোর্ডের বিষয়ে অভিযোগ আসছিল। আমরা গতকাল শোনার সঙ্গে সঙ্গে আমাদের প্রক্টর অফিসের মাধ্যমে আমরা সেটার ব্যবস্থা করেছি।’

সাইবার বুলিং প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২ ফেইসবুক পেইজ ১০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখতে বিটিআরসিকে অনুরোধ করেছে প্রশাসন।

সংশ্লিষ্ট খবর

Back to top button