রাজনীতি

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জ বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

 

বরিশাল প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ উৎসবমুখর পরিবেশে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় বাবুগঞ্জ কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান,প্রধান বক্তা বরিশাল জেলা দক্ষিন বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল চন্দ্র সাহা ও রহমতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু এর সঞ্চালনায় সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক সুলতান আহম্মেদ খান, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, বাবুগঞ্জ উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোঃ রফিকুল ইসলাম রাফিল,বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফরিদ হোসেন, বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, বাবুগঞ্জ উপজেলা ছাত্র দল আহব্বায়ক আতিক আল-আমিন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইয়াসিন আরাফাত, বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল সভাপতি মোঃ আসিফ সিকদার প্রমূখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে আব্দুল করিম হাওলাদারকে সভাপতি ও মো. রাজন শিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button