অর্থনীতি

তুরস্কে কার্গো জাহাজ রফতানি করল আনন্দ শিপইয়ার্ড-জাহাজ শিল্প আরো এগুবে : শিল্প উপদেষ্টা

 

 

তুরস্ক সরকারের চাহিদার ভিত্তিতে আনন্দ শিপইয়ার্ড এই কার্গো জাহাজ তৈরী করে। আনন্দ শিপইয়ার্ড এন্ড স্লিপওয়েজ লিমিটেড তৈরি WES WIRE নামের এই জাহাজটি ৫,৫০০ ডিডব্লিউটি ক্ষমতাসম্পন্ন মাল্টিপারপাস কার্গো জাহাজ।অনুষ্ঠানে  বক্তব্য রাখেন তুরস্কের রাষ্ট্রদূত বিল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব নুরুজ্জামান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ও আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান ড. আব্দুল বারিক।

 

তুরস্কে কার্গো জাহাজ রফতানি করল আনন্দ শিপইয়ার্ড-জাহাজ শিল্প আরো এগুবে : শিল্প উপদেষ্টা

স্টাফ রিপোর্টার/নারায়ণগঞ্জ প্রতিনিধি : এবার তুরস্কে কার্গো জাহাজ রফতানি করলো আনন্দ শিপইয়ার্ড। তুরস্ক সরকারের চাহিদার ভিত্তিতে আনন্দ শিপইয়ার্ড এই কার্গো জাহাজ তৈরী করে। আনন্দ শিপইয়ার্ড এন্ড স্লিপওয়েজ লিমিটেড তৈরি WES WIRE নামের এই জাহাজটি ৫,৫০০ ডিডব্লিউটি ক্ষমতাসম্পন্ন মাল্টিপারপাস কার্গো
জাহাজ। রবিবার এটি তুরস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। ৩৩১ ফুট দীর্ঘ এই জাহাজ খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্য পরিবহন করতে সক্ষম।

জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের শিল্প ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জাহাজ শিল্প আরো এগিয়ে নিতে সরকার কাজ করছে। এই শিল্পকে তরাম্বিত করতে সরকার আইন প্রণয়ন করবে বলেও জানিয়েছেন তিনি। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আনন্দ শিপইয়ার্ডে তুরস্কের মালিকানাধীন একটি কার্গো জাহাজ হস্তান্তরের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের পোশাক শিল্পের সাফল্যের পর জাহাজ শিল্পও দ্রুত এগোচ্ছে। উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘দেশের পোশাক শিল্পের পর জাহাজ শিল্পও উপরের দিকে উঠছে। অন্তর্বর্তীকালীন সরকার এই শিল্পের উন্নয়নের জন্য আইন প্রণয়ন করবে। আমরা চাই বাংলাদেশের জাহাজ শিল্প যেমন বাণিজ্যে, তেমনই প্রতিরক্ষায়ও এগিয়ে যাচ্ছে।’তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের পর যে কাজগুলো করার দায়িত্ব ছিল, তা এই সরকার শুরু করেছে। নানা প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে জনগণের শক্তিতে আমরা এগিয়ে যাচ্ছি। বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় সরকার আগামী নির্বাচন সম্পন্ন করবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তুরস্কের রাষ্ট্রদূত বিল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব নুরুজ্জামান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ও আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান ড. আব্দুল বারিক। সমাপ্ত অনুষ্ঠানে আনন্দ শিপইয়ার্ড এন্ড স্লিপওয়েজ লিমিটেড তৈরি WES WIRE নামের ৫,৫০০ ডিডব্লিউটি ক্ষমতাসম্পন্ন মাল্টিপারপাস কার্গো জাহাজটি তুরস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। ৩৩১ ফুট দীর্ঘ এই জাহাজ খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্য পরিবহন করতে সক্ষম।

সংশ্লিষ্ট খবর

Back to top button