৮ বিভাগের খবর

তীর সয়াবিনে ভেজাল-নির্ধারিত মাত্রার ভিটামিন ‘এ’ না থাকায় ওয়ান্টেড ফজলুর

 

 

চট্টগ্রাম প্রতিনিধি : তীর সয়াবিনে ভেজাল ধরা পড়েছে। নির্ধারিত মাত্রার ভিটামিন ‘এ’ না থাকায় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর কে ওয়ান্টেড করা হয়েছে চট্টগ্রামের একটি আদালতে।একই সঙ্গে বিএসটিআইয়ের দায়ের করা মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের চতুর্থ আদালতের বিচারক কাজি শরীফুল ইসলাম এ আদেশ দিয়েছেন। বিএসটিআইয়ের পিপি অ্যাডভোকেট আশরাফ খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সিটি গ্রুপের ভোজ্যতেলে সরকারের নির্ধারিত মাত্রার ভিটামিন ‘এ’ না পাওয়ায় ২০১৯ সালের ২০ অক্টোবর আদালতে মামলা দায়ের করে বিএসটিআই। ওই মামলায় আজ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তিনি আরও বলেন, ২০১৯ সালে অভিযান চালিয়ে সিটি গ্রুপের তীর ব্র্যান্ডের কিছু সয়াবিন তেল জব্দ করেছিল বিএসটিআই। সেগুলো পরীক্ষা করা দেখা যায়, সরকার নির্ধারিত মাত্রার চেয়ে তীর ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ -এর মাত্রা কম।এছাড়া, তারা বিএসটিআই থেকেও টিএম লাইসেন্স নেয়নি। এসব অভিযোগে আদালতে মামলাটি দায়ের করা হয়।অ্যাডভোকেট আশরাফ খন্দকার আরও বলেন, সাধারণত ভোজ্যতেলে ভিটামিন এ-এর প্যারামিটার থাকার কথা ১৫ পিপিএম। কিন্তু সিটি গ্রুপের তীর সয়াবিন তেলে প্যারামিটার পাওয়া গিয়েছিল ৩ দশমিক ১৬ পিপিএম।

 

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button