ওয়েবিলের নামে বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল
স্টাফ রিপোর্টার : ওয়েবিলের নামে অতিরিক্তি ভাড়া আদায় করা হলে বাসের রুট পারমিট বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। শুক্রবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি। এর আগে নতুন তালিকা অনুযায়ী বাসে ভাড়া নেয়া হচ্ছে কি না তা তদারকি করেন বিআরটিএ চেয়ারম্যান। সরকার নির্ধারিত ভাড়া না নিলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি। ভাড়া ছাড়া অন্য কোনো অনিয়ম হলেও ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি।
বিআরটিএ চেয়ারম্যান জানান, ঢাকাসহ সারা দেশে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে যৌথ অভিযান চলছে। শুধু ঢাকায় অভিযান চালাচ্ছে ১২ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত।তিনি আরো বলেন, বাস মালিকরাই ওয়েবিল ও চেকার না রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। এখন সেটি মানা হচ্ছে না। তারা সহযোগিতা না করলে ব্যবস্থা নেয়া হবে।গত সোমবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এক বৈঠক করে ওয়েবিল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এ সংক্রান্ত সিদ্ধান্ত গণমাধ্যমে জানিয়ে বলা হয়, ওইদিন থেকেই তা কার্যকর হয়েছে।