পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবিতে ২৪ জনের সলিল সমাধি
পঞ্চগড় বোদা প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে কমপক্ষে আরো ৪০ জন।আজ রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।নৌকাডুবির খবরটি নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায়।তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে। নৌকাটিতে প্রায় ২০০ যাত্রী ছিলেন।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী বলেন, ‘দুপুরে করতোয়া নদীর মাঝখানে শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। যাত্রীদের বেশিরভাগই মহালয়ার পূণ্যার্থী ছিলেন। তারা নদীর ওপারে বদেশ্বরী মন্দীরে প্রার্থনা শেষে ফিরছিলেন।ইউএনও রোববার বিকেলে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস এখনও উদ্ধার কাজ চালাচ্ছে। তিনি ঘটনাস্থলে আছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।স্বজনদের আহাজারিতে সেই নদীর পারে চলছে শোকের মাতম।