বিশেষ প্রতিবেদন

পুরো ভোট বাতিলের ক্ষমতা পাচ্ছেনা ইসি

 

 

স্টাফ রিপোর্টার : অনিয়ম হলে ভোটকেন্দ্র বাতিল করতে পারবে নির্বাচন কমিশন, পুরো নির্বাচন নয়। গণপ্রতিনিধিত্ব আদেশের এমন সংশোধনীর চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। নির্বাচনে অনিয়ম হলে গণপ্রতিনিধিত্ব সংশোধন আইনে গেজেট প্রকাশের পর পুরো ভোট বাতিলের ক্ষমতা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। সেটিতে সায় দেয়নি মন্ত্রিসভা।
যেসব কেন্দ্রে অনিয়ম হবে শুধুমাত্র সেসব কেন্দ্রের ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন-এমন বিধান রেখে ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, অনিয়ম হলে নির্বাচন কমিশন নির্বাচন চলাকালীন এক বা একাধিক কেন্দ্র বাতিল বা স্থগিত করতে পারবে। তবে পুরো নির্বাচন বাতিল করতে পারবে না। এমন বিধান রেখে রিপ্রেজেন্টেশন অব দি পিপল (সংশোধন) আইন-২০২৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তিনি আরও বলেন, মনোনয়নপত্র দাখিলের ৭ দিন আগে নয়, এখন একদিন আগে ঋণ পরিশোধ করলেই হবে। তবে গঠনতন্ত্র জমা দেয়ার মেয়াদ ৩০ সাল পর্যন্ত করা হয়েছে। এছাড়া গেজেট প্রকাশিত হওয়ার পর নির্বাচনে অনিয়মের প্রমাণ পেলে কোনো সংসদীয় আসনের ফল বাতিলের ক্ষমতা পাচ্ছে না নির্বাচন কমিশন। অনুমোদিত সাংবাদিকদের কাজে বাধা দিলে ২ থেকে ৭ বছরের জেলের বিধানও রাখা হয়েছে সংশোধিত আরপিওতে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button