গয়েশ্বরকে খাবার আমানকে ফুল দিয়ে নিজেদের রক্ষার চেষ্ঠা করছে-ফখরুল
বিশেষ প্রতিনিধি : আগামী সোমবার (৩১ জুলাই) বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পালন করবে বিএনপি। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে খাবার এবং বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে ফুল পাঠানো ইস্যুতেও।
বিএনপির মহাসচিব বলেন, এর আগেও অনেক লোককে গ্রেপ্তার করেছে। তাদেরকে নির্যাতন করেছে, ডিবি অফিসে নিয়ে গেছে। আমাদের প্রায় ৪৫০ জন নেতাকে গ্রেপ্তার করে। তখন তো সুস্বাদু আম তাদেরকে খাওয়ানো হয় নাই। এখন খাওয়ানো হচ্ছে ভিসানীতি থেকে রক্ষা পাওয়ার জন্য। নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদেরকে নিরপরাধ প্রমাণ করার জন্য এই ধরনের নাটক তারা সাজিয়েছে।
দলটির নতুন কর্মসূচি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আগামীকাল রোববার (৩০ জুলাই) কর্মসূচি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জানতে পেরেছি আগামীকাল আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের মতো একইদিনে কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাত চাই না। যার কারণে ৩১ জুলাই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছি।