‘কারাতে শিশু কিশোরদের শারীরিক মানসিক বিকাশ ঘটায়’
খুলশী কারাতে একাডেমির বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন
চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর দক্ষিণ খুুলশী পোর্ট সিটি ইউনিভার্সিটি সংলগ্ন “খুলশী কারাতে একাডেমির শিক্ষার্থীদের মাঝে কারাতে বেল্ট ও সনদ প্রদান করা হয়েছে। গতকাল খুলশী কারাতে একাডেমির প্রেসিডেন্ট লায়ন মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে সোতো ফেডারেশন বাংলাদেশ (JKS) এর সন্মানিত প্রেসিডেন্ট ও লায়ন্স জেলা ৩১৫-বি-৪ এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পি এম জে এফ মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ডেইলি লাইফ এর সিনিয়র ফটো সাংবাদিক বাবু প্রদীপ কুমার শীল, সিনিয়র সাংবাদিক জনাব সরোয়ার আমিন বাবু, সন্মানিত অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন লায়ন মোঃ কামরুজ্জামান এম জে, এফ, খুলশী চাইন্ড গ্রামার কে,জি স্কুলের প্রিন্সিপাল লায়ন লুভনা হুমায়ুন সুমি, খুলশী কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক সেনসি জয়জিত চৌধুরী, জে,কে,এস বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারি জনাব জাওয়াদ চৌধুরী, ইনেস্পাইয়ার চট্টগ্রাম এর চেয়ারম্যান জনাব সাজ্জাদ হোসেন সহ সন্মানিত অভিবাবক অভিভাবিকাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কারাতে শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বলেন – তোমরাই আগামীর বাংলাদেশ গড়ার কারীগর। শিক্ষার পাশাপাশি তোমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। অনুষ্ঠানের শুরুতে খুলশী কারাতে একাডেমির শিক্ষার্থীরা কারাতের মন মুগ্ধকর কলাকৌশল প্রদর্শন করে।