জেলার খবর

৩ ফিট জায়গা দখল মামলাবাজি নরসিংদী ডিসিকে স্মারকলিপি

নরসিংদী প্রতিনিধি :  ৩ ফিট জায়গা দখল নিয়ে চলমান মামলাবাজির রেশ ধরে  নরসিংদী ডিসিকে স্মারকলিপি দিয়েছে বিবিআরএ। এতে ভূমিদস্যু ও বিশ্ব ব্যাংকের ভুয়া কর্মকর্তা কাজী আলমগীর কবির ও মিথ্যা মামলার কারিগর এ্যাডভোকেট সানজিদা হককে  গ্রেফতারের দাবী করা হয়। আজ (সোমবার) বিকালে নরসিংদী প্রেসক্লাব হতে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সড়ক পথ শ্লোগানে মুখোরিত করে জেলা প্রশাসক আবু নঈম মোঃ মারুফ খানকে ৫ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে বিবিআরএ এর নেতৃত্ববৃন্দ।

নরসিংদী প্রেসক্লাব সম্মুখস্থ সড়কে মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেছেন বাংলাদেশী বিহারী পূণর্বাসন সংসদ বিবিআরএ এর কেন্দ্রীয় সভাপতি মোঃ কাওসার পারভেজ ভুলু। স্মারকলিপি প্রদান কর্মসূচীর প্রধান অতিথি ও বিবিআরএ এর প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমদ খান অবিলম্বে ক্যাম্পবাসী বিহারীদের পূণর্বাসনের দাবী জানিয়ে বলেন যে, বিহারীদের পূণর্বাসন করলে আজ এই মিথ্যা মামলার উদ্ভব হত না। তিনি তার বক্তব্যে আরো বলেন যে, মিথ্যা মামলার জন্য দুষ্টলোক, ও অসৎ পুলিশের পাশাপাশি লোভী আইনজীবিরাও দায়ী। বিবিআরএ এর নেতা সরকারের উদ্দেশ্যে স্মারকলিপিতে উত্থাপিত দাবীগুলো তুলে ধরেন।

দাবি ৫টি হলো- নরসিংদী পিবিআই এর পদস্থ কর্মকর্তার মাধ্যমে সুষ্ঠু ও ¯^চ্ছ তদন্তের দাবী জানাচ্ছি। মিথ্যা মামলার কারসাজিতে জড়িত এ্যাডভোকেট সানজিদা হক এর বিরুদ্ধে বার কাউন্সিলে যথাযথ প্রতিবেদন দাখিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। মামলা গ্রহণের পূর্বে ও পরে কথিত আসামিগণকে পুলিশের পক্ষ হতে নোটিশ না প্রদানের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। আলোচিত মনগড়া মামলাটি হতে ৭জন নিরীহ বিহারীকে অবিলম্বে অব্যহতি প্রদানের দাবী জানাচ্ছি এবং মিথ্যা মামলাটির মূল ষড়যন্ত্রকারী কাজী আলমগীর কবিরকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানাচ্ছি। যথাযথ তদন্তের মাধ্যমে নরসিংদী মডেল থানার মামলায় [০৫ (১০) ২১]  ক্ষতিগ্রস্থ ৭জন বিহারী পরিবারকে সরকারের পক্ষ হতে ক্ষতিপূরণ প্রদানের দাবী জানাচ্ছি।

মিছিল পূর্ব সমাবেশে বক্তাদের বক্তব্যে জানা যায় যে, মিরপুর-১১ এর তালাব ক্যাম্পের বাসিন্দা ড্রাইভার জাভেদ এর ঘরের ৩ ফিট জায়গা দখলে ব্যর্থ হয়ে প্রতারক ও ভূমিদস্যু কাজী আলমগীর কবির গত বছর অক্টোবর ২০২০ মাসে পিরোজপুর জেলায় মানবপাচার আইনে জাভেদ ও তার স্ত্রী, জাভেদের ভাই আব্দুল হালিম ও তার স্ত্রী, জাভেদের মা ও দুইজন বিহারীকে আসামী করে অজ্ঞাত বিথী বেগম দ্বারা মামলা দায়ের করে (মামলা নং- ০২/২০২০)। পিরোজপুর পিবিআই মামলার ফাইনাল রিপোর্ট দাখিল করায় কাজী আলমগীর কবির এর মনবাসনা পূর্ণ হয়নি। একই স্টাইলে নরসিংদী মডেল থানায় গত সেপ্টেম্বর ২০২১ মাসে জনৈকা ফাতেমা বেগমকে দিয়ে মানবপাচার আইনে একই নিরীহ সাতজন উর্দূভাষী বিহারীদের আসামী করে মামলা করেছে, মামলা নং- ০৫ (১০) ২১। মামলাটি তদন্ত করছেন নরসিংদী মডেল থানার এসআই প্রাণ কৃষ্ণ অধিকারী।

স্মারকলিপি প্রদান কর্মসূচীর বিশেষ অতিথি ছিলেন বিবিআরএ এর সেক্রেটারী জেনারেল বয়োবৃদ্ধ বিহারী নেতা মোঃ হানিফ খান। বিবিআরএ এর কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন সুলতান আহমেদ, মুহাম্মাদ সুলেমান, শেখ আলী ইমাম পাপ্পু, মহিলানেত্রী আসমা, আসলাম বখশী, সাঈদ আহমদ দৌলত, মোহাম্মাদ শামিম, মাহতাব ভাষানী, হাবিবুল্লাহ পারভেজ, ওমর ফারুক প্রমুখ।মিছিল শেষে বিবিআরএ এর প্রধান পৃষ্টপোষক নেয়াজ আহমদ খান এর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধির দল নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোঃ মারুফ খান এর নিকট তাদের ৫ দফা দাবী সম্বলিত হস্তান্তর করেন। জেলা প্রশাসক বিবিআরএ নেতৃবৃন্দকে ন্যায় বিচারের আশ^াস দিয়েছেন

 

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button