অপরাধ

ভয়ংকর আইস ১২ কোটি

স্টাফ রিপোর্টার : টেকনাফে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে সাড়ে ১২ কোটি টাকা মূল্যের আড়াই কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্টগার্ড।শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া এলাকা থেকে ভয়ংকর এ মাদক জব্দ করা হয়।কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দরগারছড়া এলাকায় বিশেষ অভিযানে যান কোস্টগার্ড সদস্যরা। এসময় সাগর পাড় থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউবনের দিকে যেতে দেখে কোস্টগার্ড সদস্যরা তাকে থামতে বলেন। তিনি হাতে থাকা ব্যাগটি ঝাউবনে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যান।

পরে ব্যাগটিতে তল্লাশি চালিয়ে দুই কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। জব্দ ক্রিস্টাল মেথ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান।

 

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button