লিড নিউজ

ঢাকা ইউএসএ চলমান টানাপোড়েন সংলাপ

 

 

কূটনৈতিক রিপোর্টার : ঢাকায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অষ্টম অংশীদারি সংলাপ চলছে। আজ রোববার সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এ অংশীদারি সংলাপ শুরু হয়।সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ফর স্টেট ভিক্টোরিয়া নুল্যান্ড।

জানা গেছে, জিএসপি বাতিলের এক দশক পরও নানা আলোচনায় সমস্যার সমাধান না হওয়ার বিষয়টি উঠে আসবে আলোচনায়। থাকবে র‍্যাবের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা ইস্যুও। বাংলাদেশের প্রত্যাশা চলমান টানাপোড়েন কাটাতে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এর আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বাংলাদেশ এই বৈঠকে র‍্যবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরে তা প্রত্যাহারের অনুরোধ জানাবে। বৈঠকে রোহিঙ্গাসংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইবে বাংলাদেশ।

 

 

 

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button