আন্তর্জাতিক

তেলসহ দুটি জাহাজ আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী


আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগর থেকে আড়াই লাখ জ¦ালানি তেলসহ দুটি জাহাজ আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। রয়র্টাস জানায়, কয়েকদিন আগে আরো একটি জাহাজ আটক করেছিল ইরানের গার্ড বাহিনী। গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা একটি বিবৃতি অনুসারে, শুধু গত সপ্তাহেই বাজেয়াপ্ত জ¦ালানির মোট পরিমাণ ৬ লাখ ৫০ হাজার লিটার।।একজন কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানায়, প্রথম জাহাজের সাতজন ক্রুকে তারা আটক করেছে। তবে এ বিষয়ে আর কোনো বিশদ বর্ণনা তারা দেয়নি। ইরানের একটি স্থানীয় গণমাধ্যম জানায়, গত সপ্তাহে উপসাগরে ২ লাখ ২০ হাজার লিটার চোরাচালান করা জ¦ালানি বহনকারী একটি বিদেশী জাহাজ জব্দ করেছে এবং এর ১১ জন ক্রুকে আটক করে। ইরানে ভর্তুকি এবং মুদ্রার মান পতনের জন্য বিশ্বের সবচেয়ে সস্তা জ¦ালানি পাওয়া যায়। সমুদ্রপথে আরবদেশগুলোতে তেল চোরাচালানের বিরুদ্ধে লড়াই করছে দেশটি। প্রায়শই জ¦ালানিসহ চোরাচালানের জাহাজ আটক করছে।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button