আন্তর্জাতিক

চীনাদের ট্যুরিস্ট ভিসা স্থগিত করেছে নয়াদিল্লি


আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ মহামারির কারণে দেশে আসা ভারতীয় শিক্ষার্থীদের চীনে ফেরার অনুমতি দিতে বেইজিংয়ের অনিচ্ছার জেরে এবার চীনের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা স্থগিত করেছে নয়াদিল্লি। গেøাবাল এয়ারলাইনস সংস্থা আইএটিএর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, চীনের নাগরিকদের ইস্যু করা ভারতের ট্যুরিস্ট ভিসার আর কোনো বৈধতা নেই। তবে এখনো চীনের নাগরিকদের ব্যবসা, কর্মসংস্থান, ক‚টনৈতিক এবং অফিশিয়াল ভিসা দিচ্ছে নয়াদিল্লি। আইএটিএ জানায়, গত ১৯ এপ্রিল ভারত সরকারের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, চীনের নাগরিকরা ই-ট্যুরিস্ট ভিসায় ভারতে ভ্রমণ করতে পারবে না। প্রায় দুই বছরের বেশি সময় ধরে ২৩ হাজারের বেশি শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে পারছে না। তারা ভারতে অবস্থান করতে বাধ্য হচ্ছে। করোনার কারণে ভিসা প্রক্রিয়া বন্ধের পাশাপাশি ভারত থেকে ফ্লাইট স্থগিত রেখেছে চীন।
থাইল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার শিক্ষার্থীদের চীনে ফিরে যাওয়ার অনুমতি দিলেও নিজ দেশে আটকেপড়া ২৩ হাজার ভারতীয় ছাত্র, কয়েকশ ব্যবসায়ী, শ্রমিক এবং তাদের পরিবারকে চীনা শিক্ষাপ্রতিষ্ঠান ফের কাজে যোগ দেওয়ার অনুমতি দিতে দ্বৈতনীতি প্রয়োগ করছে বেইজিং। গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বেইজিং সফরের সময় তার চীনা প্রতিপক্ষ ওয়াং ইয়ের সঙ্গে বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছিল। গেল ফেব্রæয়ারিতে ভারতীয় দূতাবাসকে দেশটির শিক্ষার্থীদের শিগগিরই চীনে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রæতি দিয়েছিল চীন। ভারত গত মাসের শেষের দিকে ১৫৬টি দেশের জন্য ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু করেছে। করোনার পর দুই বছরেরও বেশি সময় পর গত ২৭ মার্চ থেকে নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইটগুলো পুনরায় চালু করেছে।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button