খেলা

সাইফ স্পোর্টিংয়ের অধিনায়কত্ব হারালেন জামাল

স্পোর্টস রিপোর্টার : ২০১৭ সালে শেখ রাসেল থেকে সাইফ স্পোর্টিংয়ে নাম লেখান জামাল ভ‚ঁইয়া। এরপর আর দল বদল করার কথা ভাবেননি। প্রায় শুরু থেকেই দলটির অধিনায়কত্বের দায়িত্ব পালন করে গেছেন। কিন্তু ডেনমার্ক প্রবাসীকে প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে মুদ্রোর উল্টো পিঠটাও দেখতে হচ্ছে। শুরুতেই অধিনায়কত্ব হারাতে হয়েছে এই মিডফিল্ডারকে। সোমবার প্রিমিয়ার লিগে সাইফ খেলছে পুলিশের বিপক্ষে। এই ম্যাচের একাদশে জামাল থাকলেও অধিনায়কত্ব করছেন ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি। আপাতত জামালের কাছ থেকে মাঠে সেরাটা পাওয়ার জন্য তাকে ভারমুক্ত করেছে ক্লাব ম্যানেজমেন্ট। তবে প্রয়োজনে ভবিষ্যতে আবারও অধিনায়কত্ব দেওয়া হবে তাকে। টিম ম্যানেজমেন্ট সূত্র এমনটিই জানিয়েছে। সাইফ স্পোর্টিংয়ের পক্ষ থেকে আরও জানা গেছে, প্রতিটি ম্যাচে অধিনায়কত্ব বদল হলেও হতে পারে। কেউই স্থায়ীভাবে অধিনায়কের আর্মব্যান্ড পরবেন না! ক্লাবে নতুন ম্যানেজমেন্ট আসার পরই পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button