আইসিসিবি হেরিটেজ রেষ্টুরেন্টের প্রথম বর্ষপূর্তি
স্টাফ রিপোর্টার : রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ঐতিহ্যবাহী মুঘল খাবারের আয়োজন নিয়ে ঢাকার একমাত্র কনসেপ্ট রেষ্টুরেন্ট “আইসিসিবি হেরিটেজ রেষ্টুরেন্ট” এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান অদ্য ২১ জুন ২০২২ ইং তারিখে অনুষ্ঠিত হল। বর্ষপূর্তি উপলক্ষে রেষ্টুরেন্টে আগামী এক মাসজুড়ে সপ্তাহের প্রতি রবিবার, সোমবার ও মঙ্গলবার আগত অতিথিদের জন্য থাকছে নামমাত্র মূল্যে “আনলিমিটেড বিরিয়ানি অফার”। যেখানে অতিথিরা বিভিন্ন ধরণের মুঘলাই বিরিয়ানির স্বাদ উপভোগ করতে পারবেন যত খুশি তত।
অনুষ্ঠানটিতে জনাব এম.এম. জসীম উদ্দীন (সিওও, ব্র্যান্ড এন্ড মার্কেটিং, আইসিসিবি এবং সেক্টর এ, বসুন্ধরা গ্রুপ) বলেন, “আইসিসিবি হেরিটেজ রেষ্টুরেন্ট চালু হওয়ার পর থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। বিগত এক বছরে রেষ্টুরেন্টটির মাধ্যমে আমরা মুঘল খাদ্যাভ্যাস ও আদব-কেতা অথিতিদের কাছে তুলে ধরতে পেরেছি এবং আমরা আশাবাদী মুঘল খাবারের আরও বৈচিত্র অতিধিদের কাছে পৌঁছে দিয়ে এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারবো।” এছাড়াও জনাব ময়নাল হোসেন চৌধুরী (এডভাইজার, ট্রেজারার, বসুন্ধরা গ্রুপ), ক্যাপ্টেন শেখ এহসান রেজা (সিএইচআরও, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), জনাব সাদ তানভীর (হেড অব ডিভিশন -এইচআর বিএলপিজিএল, এসআইসিএল এন্ড বিএসইএল-এনএসবি প্রজেক্টস এন্ড আইসিসিবি) এবং এস. এম. মনিরুল ইসলাম পলাশ (জি. এম. একাউন্টস এন্ড ফিন্যান্স, আইসিসিবি) রেষ্টুরেন্টের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপ এবং আইসিসিবির উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। সবশেষে কেক কাটার মধ্যদিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।