রাজনীতি

চালাতে না পারলে রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিন: কাদের

 

বিশেষ প্রতিনিধি : চালাতে না পারলে আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্রের দায়িত্বভার ছেড়ে দেয়ার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মুখে বিদ্যুত উন্নয়নের সফলতার কথা বললেও, লোডশেডিংয়ে দেশ অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।‘জাতীয় মৎস্য সপ্তাহ’ উপলক্ষে জাতীয় মৎস্যজীবী পার্টি আয়োজিত গুলশান লিংক রোড সংলগ্ন হাতিরঝিলে মাছের পোণা অবমুক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

এসময় দেশের বিদ্যুত ব্যবস্থার বর্তমান সংকটের কথা তুলে ধরেন তিনি। অবকাঠামো উন্নয়নের ডামাডোলে বিদ্যুত দিতে না পারায় সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।মেগা প্রজেক্ট ও অবকাঠামো উন্নয়নের আগে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেন জাতীয় পার্টির এই নেতা। রাষ্ট্রের দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারলে সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।এই খাতে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে, আগামীতে দেশ ব্যাপক অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হবে বলেও মনে করেন তিনি।

 

সংশ্লিষ্ট খবর

মন্তব্য করুন

Back to top button