স্বাস্থ্য

অল্প খরচে গণস্বাস্থ্য হাসপাতালে পেটে ১৮ কেজি টিউমার অপসারণ

 

মেডিকেল রিপোর্টার : গণস্বাস্থ্য নগর হাসপাতাল অল্প খরচে আবুল কালাম নামে ৬০ বছরের এক রোগীর পেট থেকে ১৮ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে গণস্বাস্থ্য নগর হাসপাতালে। বৃহস্পতিবার (১১ আগষ্ট) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি জানান। বিবৃতিতে জানানো হয়, গণস্বাস্থ্য নগর হাসপাতাল অল্প খরচে আবুল কালাম নামে ৬০ বছরের এক রোগীর পেট থেকে ১৮ কেজি ওজনের টিউমার অপসারণ করেন,গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক ডাঃ মো: আকরাম হোসেনের , এমবিবিএস, এফসিপিএস (সার্জারী), এফআরসিএস (এডিনবরা) সহ একদল চিকিৎসক। অপারেশন টিমে আরো ছিলেন ডা: নাজিবুল ইসলাম,সজিব কুমার শাহা, ডা: তাওহীদ খান,ডা: সামিয়া আক্তার এবং অ্যানেস্থেসিয়ায় ডাঃ গোলাম রাব্বানী ও ডাঃ নাইম সর্দার সুমন।

চিকিৎসকরা জানান, লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার পূর্ব ভাদুর গ্রামের আবুল কালাম (৬০) ২ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক ও স্ত্রী নিয়ে বাড়ীতে সাংসারিক কাজ করে সুখে দিনযাপন করেন। চার মাস আগে তার পেটে ছোট টিউমার অনুভূত হয়। গত একমাস থেকে তার পেটে হটাৎ টিউমার অস্বাভাবিকভাবে বেড়ে যায়, পেটে প্রচন্ড ব্যাথা, তার চলাফেরা, ঘুম হতোনা। গত মাসের ৩০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন টিউমার অপারেশনের জন্য। কিন্ত ৪ দিন অপেক্ষা করেও অপারেশনের তারিখ না পেয়ে গত ৪ আগষ্ট ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালে স্বনামধন্য জেনারেল সার্জন অধ্যাপক মো: আকরাম হোসেনের অধীনে ভর্তি হন। ডাক্তার রোগীর সবকিছু পরীক্ষা নিরীক্ষা শেষে তার বিপদ বুঝে দ্রুত সময়ক্ষেপন না করে গত ৬ আগষ্ট সকাল ১১ টা হতে বিকেল ৩টা পর্যন্ত ৪ ঘন্টাব্যাপী তার পেটে সফল অস্ত্রোপচার করে পেট থেকে ১৮ কেজি ওজনের টিউমার অপসারন করেন।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button