রাজনীতি

রওশন এরশাদ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন

 

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো দলটির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে। বুধবার রাতে ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশিদ।

তিনি বলেন, জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সংখ্যাগরিষ্ঠ কো-চেয়ারম্যানদের মতামত ও সিদ্ধান্ত মোতাবেক দলীয় কার্যক্রম পরিচালনায় আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বুধবার রাতে এক সভায় এ সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তে সই করেন দলের কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাড. কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাড. সালমা ইসলাম এবং প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু ও নাছরিন জাহান রত্না।

 

 

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button