আইন আদালতজাতীয়

১১৯ কোটি টাকা কর দিতেই হচ্ছে ড.ইউনূসকে

 

কোর্ট রিপোর্টার : গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসকে ১১৯ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (৭ মার্চ) হাইকোর্ট এ আদেশ দিয়েছেন। ২০১১ সাল থেকে টানা ৫ বছরের জন্য এই কর পরিশোধ করতে হবে তাকে।এর আগে কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে ইউনূস সেন্টার একটি বিবৃতি প্রদান করে।এতে কর বকেয়ার বিষয়ে স্পষ্ট করে নিজের অবস্থান পরিষ্কার করা হয়।

বিবৃতিতে তারা জানায়, ড. ইউনূসের যে টাকা নিয়ে পত্র-পত্রিকা ও টেলিভিশনে আলাপ চলছে, তার পুরোটাই প্রফেসর ইউনূসের অর্জিত টাকা। পুরো টাকাটাই বিদেশে অর্জিত এবং এই টাকা বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে আনা হয়েছে। কর বিভাগ তা অবহিত আছে। কারণ সব টাকার হিসাব তার আয়কর রিটার্নে উল্লেখ থাকে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button