শিক্ষা

শিক্ষা’য় মুখস্ত বিদ্যা থাকবে না: দীপু মনি

 

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরা ইতিহাস ঐতিহ্য থেকে শিখবে। পরীক্ষানির্ভর শিক্ষা ব্যবস্থা কমিয়ে আনছে সরকার। পুরো শিক্ষা কার্যক্রমে পরিবর্তন আনার চেষ্টা করছি। যেখানে মুখস্ত বিদ্যা থাকবে না। শিক্ষার্থীরা শিক্ষাকে ধারণ করে তা প্রয়োগও করবে। শিক্ষাক্রমের মাধ্যমে তারা দেশকে ভালোবাসবে।

রোববার বিকালে কেরানীগঞ্জের তারানগরে ছায়ানটের সংস্কৃতি সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রম নিয়ে পরিচালিত নালন্দা উচ্চ বিদ্যালয়ের অপালা-ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা গণতন্ত্র বলে এত চিৎকার করি অথচ পরিবারের মধ্যেই গণতন্ত্র থাকে না। পারিবারিক পরিসরে গণতান্ত্রিক চর্চা থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সরকার চেষ্টা করছে এমন শিক্ষা কার্যক্রম প্রণয়ন করতে যেখানে শিশুরা গড় উঠবে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে। দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে সাংস্কৃতিক বিকাশ ঘটাতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারোয়ার আলী। উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা, তারানগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমনা বিশ্বাস।গতানুগতিক শিক্ষার গণ্ডি থেকে বাইরে এসে সংস্কৃতিমনা শিক্ষা ব্যবস্থা চালু করায় নালন্দা বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। পরে অতিথিরা বিভিন্ন প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Back to top button